ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় বৃদ্ধার মৃত্যু

অনলাইন ভার্সন
অক্টোবর ২৬, ২০১৯ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ সড়কের ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এরপরই স্থানীয়রা দুই নারীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক একজনকে (৬৫) মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

এসআই  আরো বলেন, নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শাহেদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মো. রাশেদ জানান, আজ সকাল ৯টা ২৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে কাজ করে। সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।