সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়ায় ৭ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

khobor
মার্চ ৭, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় একদিনে আরও ৪৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১ জন। এছাড়া মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও দু’জন। ফলে, সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। শনিবার এ তথ্য জানিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি)।

গত মাসের মাঝামাঝি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডেগু শহরের শিনচিয়নজি চার্চের অনুষ্ঠানে অংশ নেয়া এক নারীর শরীরে প্রথমবারের মতো কারোনাভাইরাস ধরা পড়ে। এরপর দেশটিতে রীতিমতো সংক্রমণের বিস্ফোরণ ঘটে। করোনার উৎস চীনের পর সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন দক্ষিণ কোরিয়াতেই।

খবর২৪ঘন্টা/নই

এখনও অসংখ্য মানুষের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কেসিডিসির উপ-পরিচালক ক্যোন জুন-উক।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত অন্তত ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এরই মধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ২ হাজার ২৩৭ জন, মারা গেছেন ৩ হাজার ৪৯৭ জন। ৫৭ হাজার ৬২২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সূত্র: রয়টার্স, সিএনএন

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।