সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন নারী পুলিশের ১৬২ সদস্য

khobor
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে কঙ্গো থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টের ১৬২ সদস্য।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

শনিবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে পুলিশের ফিমেল ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) ইউনিটের ১৬২ জনের এ ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সালমা সৈয়দ পলি। সফলতা ও সুনামের সঙ্গে তারা এক বছর সাড়ে তিন মাস তারা কঙ্গো শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করলেন।

পুলিশ সদর দফতরের ইউএন শাখার কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে মিশন সম্পন্নকারী শান্তিরক্ষীদের অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এফপিইউ প্রেরণ করছে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।