সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে ‘গণটিকাদান’ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ৭, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশজুড়ে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ফলে সারা দেশে আজ একযোগে টিকা দেওয়া শুরু হলো। ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় মন্ত্রী বলেন, করোনার টিকাদানের মাধ্যমে আজ দেশে একটি মহৎ কাজের শুরু হলো। এর আগে যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। এদিকে শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন। এদিন ঢাকায় প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের অনেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা নেবেন।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।