1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তোর বাবাদের নাম এবার বল... - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

তোর বাবাদের নাম এবার বল…

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপটেম্বর, ২০১৯

পীর হাবিবুর রহমান: তুই কোন বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিক যে তোকে সশস্ত্র দেহরক্ষী নিয়ে চলতে হয়? তোর ঘরে পাওয়া যায় নগদ ১০ কোটি টাকা ও ২শ’ কোটির চেক? এফডিআর, অস্ত্র-গোলাবারুদ! পথের দুই টাকার যুবদল কর্মী থেকে এক টাকার যুবলীগ কর্মী হয়ে আজ তোর কোন বাবার শক্তিতে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তিন টাকার ঠিকাদার এতো বড় লুটেরা হলি? তোর বাবাদের নাম এবার বল। একটাতো ফ্রিডম পার্টি থেকে এসে যুবলীগ নেতা হয়ে ক্যাসিনো মালিক, চাঁদাবাজ হয়েছিলো।

মুজিব কন্যা বলেছেন একে একে সব ধরা হবে। সারাদেশে অবৈধ লুটের টাকায় যারা অঢেল অর্থ-বিত্ত আলিশান বাড়ি, জৌলুসময় ফ্লাট ভোগে মত্ত জীবনযাপন করেছিলেন, তাদের এবার আইনের শাস্তি ভোগ করতে হবেই। ছাত্রলীগ দিয়ে যার শুরু, যুবলীগ দিয়ে যার ঝড়, ভিসি-ডিসি-এসপি-আমলা-মন্ত্রী-এমপি-নেতা, বিভিন্ন পেশার যারা অপরাধী, সে যেই হোক, যে দলের হোক অবশ্যই তাকে আজ পাকড়াও করে, মুজিব কন্যার যুদ্ধে জিততে হবে। এ বিজয় হবে দেশের, জনগণের, সুশাসনের, আইনের, আদর্শের। নষ্টদের আজ কবরের আজাবে রাখার সূবর্ণ সময়।

যারা ঘুষ, দুর্নীতি, কমিশন, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, ব্যাংক লুট, শেয়ার লুট, অর্থপাচার করেছে, তাদের সাম্রাজ্যের পতন, তাদের কারাজীবন এখন অনিবার্য। জনগণকে আজ সমর্থনে এগিয়ে আসতে হবে, জিকে শামীম, খালেদের মতো পুটিমাছের যদি এ অবস্থা হয়, রাঘব-বোয়ালদের কি অবস্থা?

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST