সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৫ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণার তারিখ পেছানোর দাবি নিয়ে ইসিতে যাবে ঐক্যফ্রন্টের নেতারা

Ea Shihab
নভেম্বর ৫, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর দাবি নিয়ে জেএসডির সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের নেতৃত্ব সাত সদস্যের একটি প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে (ইসি)।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে এ দাবি জানানো হবে বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত শনিবার (৩ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতাকে দিয়ে এ চিঠি পাঠানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ চিঠি পৌঁছে দিয়েছেন গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

খবর২৪ঘন্টা / সিহাব

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।