সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকার নাগরনদী থেকে সাহিদুর রহমান (২৭) নামের এক বাংলাদেশি নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোংগা।

তিনি জানান, নিহত সাহিদুর রহমান একজন গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে সাহিদুর রহমানসহ কয়েকজন রত্নাই সীমান্তের ৩৮২নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়লে সাহিদুর রহমান গুলিবিদ্ধ হয়। প্রাণের ভয়ে সঙ্গীরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুঁজতে থাকে। পরে রাত সাড়ে ১১টায় ৩৮২নং পিলার এলাকার আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন দাস বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি সাহিদুর রহমান গুলিবিদ্ধ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ আজ রোববার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।