সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সংস্থাটির মহাসচিবের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আয়োজিত মধ্যাহ্নভোজের সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।

দুই নেতা একে অপরের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়কেই এ সময় হাস্যোজ্জ্বল দেখা যায়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিনের শুরুতে জাতিসংঘের সাধারণ অধিবেশন হলে প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়। পরে দুপুরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া মধ্যাহ্নভোজ সভায় সাক্ষাৎ হয় দুই নেতার। আর একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশ ভোজ সভায় তাদের মধ্যে তৃতীয় দফায় কুশল বিনিময় হয়।

দুই নেতার মাঝে কী আলাপ হয়েছে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুশল বিনিময়ে তো সাধারণত একজন নেতা আরেকজনের খোঁজ-খবর নেন। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।