খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে দুর্ঘটনার শিকার হন তনি।
নিহত কবির হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে কবির পাওয়ার টিলার নিয়ে মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় কবিরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ