ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

জুয়ার আসর থেকে তিন সরকারি কর্মকর্তাসহ আটক ৪

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৫, ২০১৯ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: সুনামগঞ্জ অফিসার্স ক্লাব  থেকে জুয়া খেলার সময় তিন সরকারি কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, ঝালকাঠির নলসিটি উপজেলার আহাম্মদ হোসেন তালুকদারের ছেলে মো. নুরুল ইসলাম তালুকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।  সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আব্দুল কাসেম।

তিনি সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা হিসেবে কর্মরত। সুনামগঞ্জ সদর উপজেলার নতুনপাড়ার নলিনী কান্ত পুরকায়স্থের ছেলে নিখিল চন্দ্র পুরকায়স্থ। তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কর্মরত। সুনামগঞ্জ সদর উপজেলার মৃত সুরেন্দ্র দাসের ছেলে শ্যামল দাস। তিনি সুনামগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ডিড রাইটার হিসেবে কর্মরত।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ত্রিশ দিনের দণ্ড দিয়ে  কারাগারে পাঠিয়েছেন।   আটকের সময় তাদের কাছ থেকে চার হাজার ১০০ টাকা নগদ, কার্ড, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, শরীর উত্তেজক পানিয়ের বোতল, ম্যাচ  ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস.এম. রেজাউল করিম, জহিরুল আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার এস.আই মুহিত মিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।