ঢাকাশুক্রবার , ১৬ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

জামাত ইসলামকে নিষিদ্ধ করতে আবারো আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে:নাটোরে কুদ্দুস এমপি

R khan
মার্চ ১৬, ২০১৮ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, সাম্প্রদায়িকতার শত্রু জামাত ইসলামকে নিষিদ্ধ করতে আগামীতে আবারো আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম বলেছেন, পরম মমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে বুকে আগলে রেখেছেন। প্রতিটি ধর্মের মানুষ এখন বাংলাদেশে শান্তিতে বসবাস করছে। বিগত বিএনপি জামাত জোটের আমলে এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন নিরাপত্তা ছিলনা। আওয়ামী লীগকে সমর্থন করার কারণে সবচেয়ে নিগৃহীত হয়েছে হিন্দু ধর্মের লোকজন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষের সুরক্ষা নিশ্চিত হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) দুপুরে নাটোর রাজবাড়ীর মুক্তমঞ্চে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত ড.নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু, নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ

খবর২৪ঘণ্টা.কম/নজ 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।