সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই: রামেবি উপাচার্য

omor faruk
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে আমরা মেডিকেল এবং নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। পেশাগত অভিজ্ঞতার আলোকে জেনেছি চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। বগুড়ায় বায়োমেডিকেল গবেষণার ওপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে পর্যায়ক্রমে রাজশাহী এবং খুলনায় অনুরূপ সেমিনার আয়োজন করা হবে। রবিবার বগুড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজের সেমিনার হলে ‘বাংলাদেশে কেন বায়োমেডিকেল গবেষণায় অগ্রাধিকার দেয়া প্রয়োজন’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং টিএমএসএস মেডিকেল কলেজ যৌথভাবে উক্ত

সেমিনারের আয়োজন করে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও বায়োমেডিকেল রিচার্চ সেমিনার কমিটির আহবায়ক অধ্যাপক ডা. জাওয়াদুল হক এর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স, ঢাকার সাবেক উপাচার্য ও গবেষক অধ্যাপক ডা. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়ার সভাপতি ও রামেবির সিন্ডিকেট সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়াস্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহসান হাবিব এবং টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য দেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুস শুকুর। ধন্যবাদ জ্ঞাপন করেন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডা. মতিউর রহমান। উপস্থাপনা করেন টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী

মাগামবা ও রিসিকা। এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সালাহ্ উদ্দিন সিদ্দিক, কলেজ পরিদর্শক ডা. রাগিব আহসান, সেকশন অফিসার জামাল উদ্দীন, রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেলজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং বগুড়া নার্সিং কলেজ ও রংপুর নার্সিং কলেজের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।