ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চালের দাম বেশি নেয়ায় মোহনপুরে ব্যবসায়ীকে জরিমানা

omor faruk
মার্চ ২৪, ২০২০ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলার মোহনপুর বাজার ও কেশরহাট বাজার ন্যায্যমূল্য চেয়ে বেশী দামে চাল বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করা হয়। জানা যায়, মঙ্গলবার দুপুরে মোহনপুর চাল বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন। বিভিন্ন দোকান ঘোরার পর তিনি রফিক মুদি দোকানে চাল দাম বেশী রাখায় রহমান রাইস

মিল নামে একটি আড়ৎদার চাতাল মালিক টিপু সুলতানকে ১০ হাজার ও জনাব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অতিরিক্ত দামে চাল বিক্রি না করতে সর্তক করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন জানান, জাতীয় দুর্যোগের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।