ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

khobor
আগস্ট ৩১, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

পাবনা ব্যুরো: জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে পাবনার চাটমোহরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সুমন হোসেন (২৫), মেহের উদ্দিন সরকার (৪৮), হাতেম সরকার (৪৫), আলেয়া বেগম (৫২), সোহাগী খাতুন (২৭), ইয়াকুব আলী সরকার (৪৫), শাহানা খাতুন (২৫), সজীব হোসেন (১৮), আমজাদ সরকার (৪৫), সবুজ হোসেন (৩২), হাশেম আলী (৩৮), মফিজ উদ্দিন (৬৫), মায়া খাতুন (১৬), আলেয়া খাতুন (৩৫)।

অন্যরা প্রাথমিক চিকিৎসা নিলেও নাম পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত আমজাদ সরকার, ইয়াকুব আলী সরকার ও মেহের উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের সাথে কথা বলে জানা গেছে, দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের আপন চাচাতো ভাই মেহের সরকার এবং নুরুল সরকারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষই এরআগে আদালতে মামলা দায়ের করেন।

সোমবার পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উপরোক্ত ব্যক্তিরা রক্তাক্ত জখম হয়ে আহত হলে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।