ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুর ও ভোলাহাটে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কার্যক্রম শুরু

omor faruk
এপ্রিল ২২, ২০১৯ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাটে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া ২টি উপজেলার শিখন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদেরকে উচ্ছ¡সিত করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ৬ মাস ব্যাপী এ শিক্ষা কার্যক্রম শুরু করেন। অগ্রদূত বাংলাদেশ গোমস্তাপুর ও চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ভোলাহাট এর বাস্তবায়নে গত ১৭ ডিসেম্বর থেকে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ৬০০টি শিখন কেন্দ্রে এ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মৌলিক সাক্ষরতা প্রকল্পের এ শিক্ষা কার্যক্রমে উপজেলার বিভিন্ন পেশার ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত প্রায় ৩৬ হাজার নিরক্ষর নারী-পুরুষেরা এতে পড়ালিখা শিখছে। ৬ মাস ব্যাপী এ শিক্ষা কার্যক্রমে ২টি

উপজেলার ৬০০টি শিখন কেন্দ্রে ১২০০ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে। যার ফলে কিছুটা সময়ের জন্য হলেও এলাকার শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সম্প্রতি এ ২ উপজেলার শিখন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আনোয়ার কামাল। এ সময় তার উপস্থিত ছিলেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক জাফরুল আলম, অগ্রদূত বাংলাদেশ সংস্থার পরিচালক ইয়াহিয়া খান রুবেল, উপজেলা প্রকল্প অফিসার সালাউদ্দিন কবির, আতিকুর রহমান সহ স্থানীয় সাংবাদিকরা। বর্তমান সরকারের এ ধরনের প্রকল্পের ফলে বিভিন্ন ভাতাপ্রাপ্ত ও সরকারী সুবিধাভোগী নিরক্ষর জনগোষ্টিরা টিপসহির পরিবর্তে স্বাক্ষর দিয়ে যে কোন সুবিধা নিতে পারবে। সরকারের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা। উপজেলার এ শিখন কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারী শিক্ষার্থীদের বেশি অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের দাবি তাদের এ চলমান শিক্ষা কার্যক্রম ভবিষ্যতে যেন অব্যাহত থাকে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।