ঢাকাবৃহস্পতিবার , ৬ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে ধান-৮১ কর্তন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

khobor
মে ৬, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ব্রি ধান-৮১ জাতের ‘ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার দুপুরে এ ধান কর্তন উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মন্ত্রী বলেন, ব্রি-৮১ জাতটি, ব্রি-২৮ জাতের মতই জনপ্রিয় কৃষকরা নতুন এই জাতটি চাষে ব্যাপক আগ্রহ দেখা গেছে। উচ্চ ফলনশীল এ জাত চাষের মাধ্যমে ধান উৎপাদন উল্লেকযোগ্য পরিমান বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তায় এটি আশানুরুপ ভূমিকা রাখবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জণ দাশ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি স¤প্রসারণ অধিদপ্তররের মহাপরিচালক আসাদুল্লাহ, ব্রির মহাপরিচালক ড. শাজাহান কবীর, বারির মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম প্রমুখ।

এস/আর

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।