ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

khobor
আগস্ট ৭, ২০১৯ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!


গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রায় ৮ শতাধিক আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্রনাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন আদিবাসী নেতা লুইস টুডু,মুক্তিযোদ্ধা আকতার আলি খান কচি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি জসিম

উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। প্রসঙ্গত প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও পাওয়ার টিলার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।