গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজোলার সারাংপুর গ্রামের একটি ডোবা হতে জয়নাল নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সে সারাংপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও গোদাগাড়ী সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানাযায়, ৫৩/গোদাগাড়ী MP 41/4s হতে আনুমানিক ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার পূর্বদিকে সারাংশ পুলিশ ফাঁড়ি ডুবার মধ্যে বিশ্ব রোডের পার্শ্বে মোঃ জয়নাল (২০) কে বা কাহারা মেরে ডুবার মধ্যে ফেলে দেয়।
সকালে স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। বর্তমানে লাশটি গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক হেফাজতে আছে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা স্থলেই আছি কে বা কারা এমন ঘটনা ঘটাইছে তা জানতে পারিনি। ঘটনার তদন্ত কাজ করছে বলে জানান
খবর২৪ঘণ্টা, /জেএন