ঢাকাবুধবার , ৩ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গাছের চারা বিতরণ করলেন রাসিক মেয়র

omor faruk
জুলাই ৩, ২০১৯ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২৩ সালের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম সহায়তা করছে ব্র্যাক। ইতোমধ্যে আবর্জনা অপসারণ কার্যক্রমের সহায়তার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে ১১৫টি ভ্যান গাড়ী প্রদান করেছে ব্র্যাক। দারিদ্রের দুষ্টচক্র থেকে বের করতে আমাদের নিজেদের প্রচেষ্টা আরও

বাড়াতে হবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শওগাতুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও সম্মানিত ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে ১৩টি ওয়ার্ডের ১৫১জনকে বিভিন্ন ট্রেডে সেলাইমেশিন, কম্পিউটার সামগ্রী, অটো সেলাই মেশিন, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড়, ফ্রুটস, মুদি দোকানের সামগ্রী, গরু, ছাগল প্রদান করা হয়। এছাড়াও ১৩টি ওয়ার্ডে ২শ জনকে বিভিন্ন প্রজাতির ১ হাজার ১শ ১১টি গাছের চারা প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ফারজানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ১নং ওয়ার্ড

কাউন্সিলর তাহেরা বেগম মিলি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৯নং সংরক্ষিত

আসনের কাউন্সিলর লাইলী বেগম, ১০নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সুলতানা রাজিয়া, ৬নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, অফিসার ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট শরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ট্রেনার আয়েশা সিদ্দিকা প্রমুখ।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।