সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৪৯৪টি কচ্ছপসহ আটক ৩

R khan
জানুয়ারি ১৩, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভারতে পাচারের সময় ৪৯৪টি কচ্ছপসহ ৩ জনকে আটক করেছে খুলনায় বন বিভাগ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে পিকআপ ভ্যান থেকে ওই কচ্ছপসহ তাদের আটক করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, র‌্যাব-৬ এর সহযোগিতায় জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করা হয়। ওই পিকআপের মধ্যে ৮টি ড্রামে বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা বিলুপ্ত প্রজাতির ৪৯৪টি কচ্ছপ ছিল। বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, কচ্ছপগুলো তাদের জিম্মায় রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের এবং আটক ৩ জনকে আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান ওই বন কর্মকর্তা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।