খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খুলনায় শুরু হয়েছে ৪ দিনের বিবাহ মেলা। শুক্রবার বিকেল ৩ টায় নগরীর ক্যাসল সালাম হোটেলের গ্রান্ডবল হলে মেলার উদ্বোধন করা হয়। মেলায় অনেক দর্শক উপস্থিত হয়েছ্নে।
এ মেলা চলবে সোমবার পর্যন্ত (১২ মার্চ)। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবেনা। জানালেন আয়োজকরা।
ফটোগ্রাফি ও ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পার্পেল বার্ড এবং আর্টিজম এ মেলার আয়োজন করেছে।
বিবাহ মেলার বিভিন্ন দিক তুলে ধরেন বিবাহ মেলার আহ্বায়ক ও পার্পেল বার্ডের সিইও এস এম ইমরান হাসান ও বিবাহ মেলার সদস্য সচিব এবং আর্টিজমের সিইও তাহমিদ আহমেদ।
তারা বলেন, একটি দম্পতির যাত্রার সূচনাকালে সব প্রয়োজনীয় উপকরণের সহজ সন্ধান ও সমাধান দেয়া এবং বিবাহ অনুষ্ঠান আয়োজনকারী প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয়তা ও বিশ্বস্ততা সম্পর্কে অবহিত করতে এ আয়োজন। খুলনাবাসীকে বিবাহ সম্পর্কিত সব উপকরণ একসঙ্গে একই স্থান থেকে উপহার দেয়া।
তারা জানান আরও, এবার খুলনায় তৃতীয়বারের মতো ব্যতিক্রমধর্মী বিবাহ মেলার আয়োজন করা হয়। আমরা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি, সিনেম্যাটোগ্রাফি, এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টেজ ডিজাইন, লাইটিং, ডিজেসহ বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত রয়েছি। আমাদের এ কাজকে সবার সামনে তুলে ধরতেই এ মেলার আয়োজন।
তারা জানান, মেলায় থাকছে বিভিন্ন অফার। ১০ হাজার টাকার উপরে সেবা গ্রহণ করে গ্রাহক ৩, ৬, ৯, ১২ মাসের সহজ কিস্তিতে টাকা পরিশোধ, মেলা চলাকালীন সময়ে ১৫ শতাংশ ডিসকাউন্ট, মেলা চলাকালীন বুকিং দিলে ১৫ শতাংশ ডিসকাউন্ট।
খবর২৪ঘণ্টা.কম/নজ