1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খুলনায় ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ আটক ৪ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

খুলনায় ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ আটক ৪

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ডুমুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রউফ বিশ্বাস, কনস্টেবল নাদিম, ট্রাক চালক মনির সরদার ও সহযোগী রাজু ঘোষ।

গ্রেফতারকৃত ট্রাক চালক মনির সরদার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর গ্রামের মোকসেদ সরদারের ছেলে। রাজু ঘোষ সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা গ্রামের স্বপন ঘোষের ছেলে।

দুই পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই করা ছয় লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ডুমুরিয়া থানা থেকে পুলিশ সদস্য দুই জন ও সাতক্ষীরা থেকে বাকি দুই জনকে আটক করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা রাত পৌনে ১২টায়  এসব তথ্য জানান।

ডুমুরিয়া থানা সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ডুমুরিয়ার চুকনগরে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকের গতিরোধ করে গরু ব্যবসায়ী গোলাম রসুল ওরফে লিটনের কাছ থেকে ৯ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই হয়। ঘটনার দিনই থানায় মামলা করেন গরু ব্যবসায়ী।

সাতক্ষীরা সদর থানার নলকুড়া গ্রামের আব্দুল কাদের সরদারের ছেলে গরু ব্যবসায়ী গোলাম রসুল ওরফে লিটন ও তার সহযোগীরা ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার হাটে ২২টি গরু বিক্রি করে ৯ লাখ ১৫ হাজার টাকা নিয়ে ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন। উপজেলার চুকনগর খুলনা মহাসড়কের সাতক্ষীরা ফুটস থেকে মাত্র ৫শ’ গজ পৌঁছালে দু’জন লোক সাদা পোশাকে একটি নীল রংয়ের মোটরসাইকেলে ট্রাকটির সামনে গতিরোধ করে। ট্রাকে মাদক আছে বলে তারা তল্লাশি চালাতে থাকেন। তারা ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র দেখিয়ে গরু ব্যবসায়ীদের কাছে থাকা ৯ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে খুলনার দিকে চলে যান।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST