ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

খবর ২৪ ঘন্টার অনুসন্ধানী প্রতিবেদনের পরে মামলা রেকর্ড, আটক ৩

khobor
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মহানগরীতে মা-ছেলেকে মেরে আহত করার পরে ৩০ ঘণ্টা পেরিয়ে গে মামলা রেকর্ড হয়েছিলনা। যদিও ওসির দাবি তিনি মামলা রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এনিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে   খবর ২৪ ঘন্টার পক্ষ থেকে একটি অনুসন্ধান প্রতিবেদন করা হয়। এরপরে গভীর রাতে মামলা রেকর্ড করা হয় নগরীর বোয়ালিয়া মডেল থানায়। এজাহারনামীয় ৮ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন রুবিনা পারভিন। রাতেই পুলিশ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, বোয়ালিয়া থানার কারিগরপাড়া এলাকার, দুলাল (৩৫), রানা (৩০) ও টনি (২৭)।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে রাতুল গুরুতর ও তার মাকে আহত করে আসামিরা। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।