সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৮ এপ্রিল ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কার দাবিতে রাবি শিক্ষার্থীদের ঢাকা-মহাসড়ক অবরোধ

R khan
এপ্রিল ৮, ২০১৮ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধিঃ কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থী। রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাজশাহী-নাটর মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধে রাস্তার দু’পাশে তীব্র যানযট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথযাত্রীরা। এর আগে বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল বের করে। পরে বিশ্ববিদ্যালয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা। প্রতিবেদকের এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাখাল রাজার বাংলায়, বৈষম্যর ঠাঁই নাই, ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, ঠাঁই নাই মহাসড়ক অবরোধ করে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ ধরনের শ্লোগান দিতে থাকে কোটা সংস্কারপন্থীরা। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় ফটকের দুই পাশে শতাধিক যানবাহন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কোটা সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক মাসুদ মোন্নাফ জানান, ‘ আমরা জানতে পেরেছি বিকেলে সংসদ অধিবেশন বসবে। অধিবেশনে প্রধানমন্ত্রী কোটা সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে নেয় এবং দাবির পক্ষে কথা বলেন। তিনি আরও জানান, রাত ৮ টা পর্যন্ত এ কর্মসূচীর চালিয়ে যাবেন বলে জানান।

নগরীর মতিহার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ ভাবে মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করছে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,‘ সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে। আমি চেষ্টা করছি তাদের বুঝিয়ে অবস্থান তুলে নেওয়ার জন্য’।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।