সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১০ এপ্রিল ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কারের দাবিতে ফের উত্তাল ঢাবি

R khan
এপ্রিল ১০, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা ও ক্যাম্পাসে পুলিশের উপস্থিতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, ঢাবি উপাচার্যের (ভিসি) বাসভবনের হামলার বিচার যদি হয় তবে শিক্ষার্থীদের উপর হামলার বিচার কেন হবে না? শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনকে এর জবাব এবং শিক্ষার্থীদের উপর হামলার বিচার করতে হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনটি মিছিল এসে মিলিত হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া লিখিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা রয়েছে-

‘হলে হলে হামলা কেন’, ‘ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘রামদা নিয়ে ক্যাম্পাসে কেন’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন’, ‘ছাত্রদের উপর হামলা কেন’, ‘ছাত্রের বুকে গুলি কেন’।

অনিন্দিতা নামে কোটা সংস্কারের দাবিতে ঢাবির আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভিসির বাসভবনে হামলাকারী কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আন্দোলনের নামে যারা ভিসির বাসভবনে হামলা করেছে তাদের বিচার হবে। আমাদের প্রশ্ন যারা ক্যাম্পাসে ঢুকে রামদা নিয়ে শিক্ষার্থীদের হামলা করল, পুলিশ টিয়ারশেল ছুড়লো, হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হলো, রক্ত ঝরল, সেই হামলাকারীদের বিচার তো তিনি চাইলেন না।

রাকিব নামে এক শিক্ষার্থী বলেন, পুলিশ হলে হলে টিয়ারশেল, গুলি ছুড়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ঢাবি প্রশাসন ব্যর্থ হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে। আমরা এমন অথর্ব প্রশাসন চাই না।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।