জেলা প্রতিনিধি ; কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে রকি মণ্ডল (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রকি জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আনিস মণ্ডলের ছেলে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) শেখ ওবাইদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ