খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস উল্টে রবিউল ইসলাম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুষ্টিয়া-চুয়াযাঙ্গা রোডের হালসা ওয়াবদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর এলাকার মুজাহার হোসেনের ছেলে।
ইবি থানার ওসি রতন শেখ জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা আল্লাহর দান যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো, এমন সময় হালসার ওয়াবদা মোড়ে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। বাসটি উল্টে গেলে, ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ২০জন যাত্রী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ