খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় বাসচাপায় রুবেল (২৬) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নছিমন থাকা চার মাছ ব্যবসায়ী।
বুধবার (১৮ এপ্রিল) সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের লালন শাহ সেতুর কাছে হাজিরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুয়ান এলাকার নাহারুল ইসলামের ছেলে।
আহতরা হলেন-একই এলাকার মৎস্য ব্যবসায়ী সাকিব (২১), সাহেব আলী (১৯), বিদ্যুৎ (১৮) ও খাইরুল (২৪)। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জায়েদুর রহমান জানান, ওই চার মাছ ব্যবসায়ী সকালে মাছ কিনতে রুবেলের শ্যালো ইঞ্জিন চালিত নছিমনে করে নাটোর যাচ্ছিলেন। পথে ভেড়ামারা উপজেলার হাজিরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা এসবি পরিবহনের একটি বাস নছিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। এসময় আহত হন ওই চারজন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ