ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনা প্রতিরোধে রাজশাহী জেলা প্রশাসনের সচেতনতামূলক লিফলেট বিতরণ

omor faruk
মার্চ ১৮, ২০২০ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে করণিয় সম্পর্কে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর হড়গ্রাম বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের নের্তৃত্বে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, করোনার যেহেতু কোন প্রতিষেধক এখনো আবিস্কার হয়নি তাই সচেতনতার বিকল্প নেই। সচেতন থাকলে করোনা থেকে বাঁচা সম্ভব হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে এ পর্যন্ত বিদেশ ফেরত

৮/৯ জন লোক চিহ্নিত হয়েছে। তাদের উপর নজরদারি রাখা হচ্ছে। যারা বিদেশ থেকে ফিরছে তাদের তথ্য জেলা প্রশাসনের কাছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসনের কাছে সব তথ্য আছে। রাজশাহীতে কিটস পরীক্ষার উপকরণ নেই তাহলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা কিভাবে জানা যাবে বা নিশ্চিত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এমন কেউ হয় তাহলে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। এখনি রাজশাহীতে এটির প্রয়োজন নেই।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।