ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনা প্রতিরোধে নাটোরে সচেতনতায় লিফলেট বিরতণ

khobor
মার্চ ২৫, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাক অঞ্চলিক াফিসের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। গত পাঁচ দিন যাবত প্রায় ৪০ হাজার লিফলেট জেলায় বিতরন করা হয়েছে এবং ব্রাক মূল থেকে জানানো হয়েছে আরো ১৫ হাজার লিফলেট বিতরন করা হবে। এর পাশাপাশি ব্রাকের সকল অফিসের প্রবেশ মুখে দর্শানার্থীদেও জন্য হ্যান্ড ওয়াসশিং সেন্টার করা হয়েছে। সেখানে রাখা হয়েছে পরি , লিকুইড এবং হাত মোছার জন্য টিস্যু ও তোয়ালে। এছাড়াও প্রতিষ্ঠানটি নাটোর জেলায় ৪০০ স্বাস্থ্য সেবিক ও ব্রাকের স্টাফদেও মাধ্যেমে জেলায় তাদেও চলমান সকল কার্যক্রম স্থগিত কওে সাধারণজনগনকে সচেততন করার কাজ কওে যাচ্ছে । উপরোক্ত সকল কার্যক্রম জেলার৭টি উপজেলায় চলমান রয়েছে। সংস্থাটি জন্য সচেতনতা জোরদার করার জন্য জেলার সকল উপজেলায় কুদ্দুস বয়াতীর কে দিয়ে গাওয়া করোনা ভাইরাস সংক্রান্ত গান প্রচার করা হবে। এই সকল কাজের সাথে সংযুক্ত আছে এবং তদারকি করছেন ব্র্যাকের নাটোর আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স কারী) মোঃ আবুল কালাম , ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ বজলুর রসিদ , আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স প্রগতি) গৌতম সরকার ও মোঃ আব্দুস সবুর , জেলা ব্যবস্থাপক (টিবি) দুলাল কুমার সরকার , সিনিয়র এসএস মোঃ মশিউর রহমান প্রমুখ। এদিকে সরকারের নির্দেশনার আলোকে ব্র্যাক ক্ষুদ্র-ঋণ সহ সকল কর্মসূচি স্থগিত করেছে। পাশাপাশি মাঠ পর্যায়ে ব্র্যাকের সকল কর্মী কোভিট-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও স্বস্থ্য বিভাগের নেতৃত্বে মাঠ পর্যায়ে সন্দেহভাজন রোগী চিহ্নিত করণের কাজ করছে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।