ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনার প্রভাবে রাজশাহীতে মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ

omor faruk
মার্চ ২১, ২০২০ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরপরও কেউ এসব কার্যক্রমের আয়োজন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী হিসেবে ঘোষিত হওয়ায় এবং আমাদের

দেশে এ রোগের বিস্তার ঘটায় অত্র মহানগরীর জনসাধারনের জনস্বাস্থ্য নিরাপদ রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ত)(থ), ২৮ (গ), ৩০ ও ৩৩ ধারার অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, পার্ক, চিড়িয়াখানা, সিনেমাহল, থিয়েটার, সভা-সমাবেশ, সেমিনার, বড় ধরনের সামাজিক অনুষ্ঠান, ওরশ, জলসা ইত্যাদিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।