সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

এমপি পাপুলের পদ কেন শূন্য ঘোষণা হবে না জানতে রুল

khobor
আগস্ট ১৮, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২২২ জনে দাঁড়িয়েছে। গত ৩০ জুন থেকে গতকাল ১৭ আগস্ট পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৮৬ জনের মৃত্যু হয়। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দুজন মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্যা দুর্যোগে মৃতদের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩ জন, গাইবান্ধায় ১৫ জন, নীলফামারীতে দুইজন, রংপুরে তিনজন, সুনামগঞ্জে আটজন, সিরাজগঞ্জে ১৫ জন, বগুড়ায় একজন, জামালপুরে ৩২ জন, টাঙ্গাইলে ৩৭ জন, রাজবাড়ীতে তিনজন, মানিকগঞ্জে ২০ জন, ফরিদপুরে একজন, নেত্রকোণায় সাতজন, নওগাঁয় দুইজন, কিশোরগঞ্জে ১০ জন, ঢাকায় নয়জন, শরীয়তপুরে তিনজন, মুন্সিগঞ্জে ছয়জন, গাজীপুরে ছয়জন এবং গোপালগঞ্জে দুইজন প্রাণ হারিয়েছেন।

বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যাকবলিত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।

দুর্গত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৭ হাজার ৪১৩ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) পাঁচ হাজার ৬৪১ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৬৬ জন, পানিতে ডুবে ১৮৬ জন, চর্মরোগে ১১ হাজার ২০৮ জন, চোখের প্রদাহে এক হাজার ২২৭ জন, আঘাতপ্রাপ্ত হয়ে এক হাজার ২৭ জন এবং অন্যান্য রোগে ১৪ হাজার ৫৪৩ জনসহ মোট ৫১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।