ঢাকাবুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

এবছরের মধ্যে শতভাগ মানুষ বিদ্যুত পাবে: প্রধানমন্ত্রী

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ৬, ২০১৯ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দুঃখি মানুষের মুখে হাসি ফুটাবার লক্ষ্য স্থির করে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। টানা তিনবার জনগণ বিজয়ী করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। দেশের সার্বিক উন্নয়নের জন্য সব থেকে বেশি প্রয়োজন বিদ্যুৎ, যা মানুষের চাহিদা। বিদ্যুতের মাধ্যমে প্রতি মানুষের ঘরে আলো জালবো এটিই আমাদের লক্ষ্য।

বুধবার গণভবনের ১২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, ৬টি বিদ্যুৎ কেন্দ্র ও ৯টি গ্রিড উপকেন্দ্র উদ্ধোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ জীবন যাত্রার মান উন্নত হয়েছে। তার সাথে সাথে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা বিদ্যুতের উৎপাদনও বৃদ্ধি করে যাচ্ছি। সারা দেশে আলো ছড়িয়ে দেব সে লক্ষেই শতভাগ বিদ্যুৎ দেবার জন্য কাজ করে যাচ্ছি। তার সাথে প্রতিটি উপজেলাতেই সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা চাই ২০২০ সালের মধ্যেই দেশ আরো উন্নত হোক। বাংলাদেশ ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে উঠকে।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।