সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

এক মাসে সড়কে প্রাণ হারালো বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

অনলাইন ভার্সন
মার্চ ২১, ২০১৯ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:মাত্র এক মাসের ব্যবধানে সড়কে প্রাণ গেছে ৫ বিশ্ববিদ্যালয় ছাত্রের। এদের মধ্যে চলতি মাসেই নিহত হয়েছেন দুজন।

ফেব্রুয়ারি মাসে নিহত হয়েছেন ছাত্রীসহ ৩জন। নিহতদের মধ্যে দুজন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

সর্বশেষ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী।

গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত চৌধুরী নিশাত (২৩) মারা যান। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১২ দিন পর চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান তিনি।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী শেহজাদ হক সাম্য নিহত হয়েছেন গত ৪ ফেব্রুয়ারি। তিনি বিবিএর ছাত্র ছিলেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুলহাস জীম পিকআপের চাপায় প্রাণ হারিয়েছেন ২৪ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ওভারব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এই মেধাবী ছাত্র।

নর্থসাউথ ইউনিভার্সিটির সাকিব চৌধুরী তূর্য  গত ৫ মার্চ রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রাইভেটকার ড্রাইভ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে নিহত হন ওই তূর্য।

সর্বশেষ আবরার আহমেদ চৌধুরী। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীতে বাসচাপায় নিহত হয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ওই ছাত্র। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহন নামের বাসের চাপায় নিহত হন আবরার আহমেদ চৌধুরী।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।