সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডসর ক্যাসেলে রানির কফিন, সমাহিত করার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের শবমিছিল এখন উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে পৌঁছেছে। এখানেই তাকে সমাহিত করা হবে।

সেন্ট জর্জ চ্যাপেলে অশ্বারোহী সদস্যরা ধাপে সারিবদ্ধ হয়েছেন। উইন্ডসর ক্যাসলের রক্ষীরা রাজপরিবার এবং রাষ্ট্রীয় শবযান আসার সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র উপস্থাপন করে।

অল্প সময়ের মধ্যে বহনকারীরা রানির কফিন সাবধানে উত্তোলন করবে এবং চ্যাপেল মধ্যে পশ্চিম প্রান্তে নিয়ে যাওয়া হবে।

সেন্ট জর্জ চ্যাপেলেই সন্ধ্যায় রানিকে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবার্গের সঙ্গে সমাহিত করা হবে। তাকে রাজা জর্জ ষষ্ঠের মেমোরিয়াল চ্যাপেলের রাজকীয় ভল্টে সমাহিত করা হবে। এ অনুষ্ঠানটি রাজ পরিবারের জন্য অনেকটা ব্যক্তিগতভাবে করা হবে।

তবে প্রথমে প্রায় আট শ’ জন অতিথির উপস্থিততে উইন্ডসরের ডিনদের দ্বারা প্রার্থনা করা হবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হন।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।