সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইরানের হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের হামলার বিষয়ে দেওয়া আপডেটে এ কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানি হামলায় তাদের সামরিক ঘাঁটির ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের ‘সংখ্যাগরিষ্ঠ অংশই’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় আটকে দেয়া হয়েছে।

তিনি বলেন, কিছুসংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়েছে, ফলে একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র একটি ছোট মেয়ে আহত হয়েছে এবং আশা করি সে ভালো হয়ে যাবে।

ইসরায়েলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
এদিকে পরে নতুন করে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগকেই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সাথে তার ‘অ্যারো’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিয়েছে।

অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম হলো অতি উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার একটি পদ্ধতি। সম্প্রতি ইসরায়েল হুতিদের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এটি ব্যবহার করে।

এদিকে ইসরায়েলে হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে এই মিছিল হয়েছে। তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতে অনেকেই জড়ো হন। বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। খবর আল জাজিরা…
বিএ…

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।