ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের ভূয়সী প্রশংসা করলেন এরদোগান

অনলাইন ভার্সন
মার্চ ১, ২০১৯ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: আক্রমণ-পাল্টাআক্রমণ ও হুমকি-হুঁশিয়ারিতে প্রতিবেশী দেশ দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

এই উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই শান্তি প্রস্তাব দেয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে নায়ক হিসেবে সম্বোধন করে তার ভূয়সী প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ইমরান খানকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে এই প্রশংসা করা হয় বলে বৃহস্পতিবার দ্য ডনের খবরে জানানো হয়।
বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খান নিজের ভাষণে শান্তির পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেন। ভারতকে শান্তির প্রস্তাবও দেন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মনোভাবের প্রশংসা করে একে রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান।

ইমরান খানের দল পিটিআই এই ফোনালাপ নিয়ে একটি টুইট করেছে। সেখানে তারা ইমরান ও এরদোগানের হাত মেলানো অবস্থার একটি ছবিও দিয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।