মাগুরায় মাদক সম্রাট মুরাদের বিরুদ্ধে একটি মামলা পিবিআই পুলিশে তদন্ত চলছে। মাদক সম্রাট মুরাদ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার, মৌলি গ্রামের মৃত ওয়াহেদ মোল্লার ছেলে। বর্তমানে সে পাশ্ববর্তী চাঁপাতলা গ্রামে বসবাস করছেন।
মুরাদ বর্তমানে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাদক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। পিবিআই পুলিশের তার বিরুদ্ধে বর্তমানে মামলাও চলমান রয়েছে। সে মামলার তদন্ত করছেন পিবিআই।
আদালত সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ট্রাইবুনাল আদালতের বিচারক জগলুল পাশা এ আদেশ দেন। মাদক সম্রাট মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানাগেছে। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে একটি ডিজিটাল তথ্যপ্রযুক্তি আইনে মামলাও হয়েছে।
এরইমধ্যে মাদক সম্রাট মুরাদের বিরুদ্ধে খবর বাংলাদেশসহ বিভিন্ন মিডিয়াতে খবর প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের জের ধরে মাদক সম্রাট মুরাদ
দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মনহানীকর লিখা ও ছবিসহ ফেইসবুকে করছে । মিথ্যা মানহানিকর ফেসবুকে লিখা আপলোড করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ সম্পন্ন করছেন জানান খবর বাংলাদেশের সম্পাদক।
বিভিন্ন সুত্রে জানা যায়, মুরাদ মোটরবাইক চোর থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসের কাগজ পত্র জাল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে । ২০১৭ সালে মুরাদের স্ত্রী শ্যামলীসহ (৩৫) চাঁপাতলা নিজবাড়ীতে ১৭৫ পিচ ইয়াবাসহ ও বিভিন্ন সরকারি অফিসের সিল ও জাল কাগজ পত্র জব্দ করেন। ওইসময় আটক হন ডিবি পুলিশের হাতে। এরপরে আড়ালে ঢাকায় গিয়ে মাদক ব্যবসায় নেমে পড়েন মুরাদ ও তার সহযোগী ড্রাইভার ইমরান। গড়ে তুলেছে মাদক সিন্ডিকেট।
তবে সুশীল সমাজের দাবি মাদক সম্রাট মুরাদ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় নেওয়া প্রয়োজন।