ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আরও এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

খবর২৪ঘন্টা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবারও পুলিশের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর আগেও এমন অবসরে কয়েকজনকে পাঠানো হয়েছিল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এমন প্রজ্ঞাপন জারি করা হয়। ‘সরকারি চাকরি আইন’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অবসরে পাঠানো মো. মুনির হোসেন অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার হিসেবে কাজ করে আসছেন। তিনি ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বাহিনীতে চাকরি করে আসছেন।

এর আগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকির, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের এসপি (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী, অতিরিক্ত ডিআইজি ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম, এসপি ব্যারিস্টার জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।