সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আমাজনে আগুনের ঘটনায় ৬৩ জন গ্রেপ্তার

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী নামানোর পর মোট ৬৩ জনকে আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে, ৮.৭ মিলিয়ন ডলার।

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দিতে আসার পর দেশটি এই কথা জানাল।

আমাজনে আগুনের কারণে ব্রাজিল আন্তর্জাতিক বিশ্বের সমালোচনার মুখে পড়ে। কিন্তু বোলসোনারো সেসব পাত্তা না দিয়ে নিজ প্রশাসন নিয়ে আগুন নেভাতে নামেন। একবার ফেসবুক লাইভে বলেন, ‘যারা এখানে অর্থ পাঠায়, তারা দাতব্য কাজের জন্য পাঠায় না…আমাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের লক্ষ্যেই তারা তা পাঠায়।’

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক দাবানল হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার ৮৩ শতাংশ বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে।

যে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা স্পষ্ট করে বলেনি ব্রাজিল সরকার।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।