সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আত্মহত্যায় বাধা দেয়ায় পুত্রবধূর হাতে শ্বশুর খুন!

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২২, ২০১৯ ৭:১১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুত্রবধূর আত্মহত্যার চেষ্টাকালে বাধা দিতে গিয়ে প্রাণ গেল শ্বশুর সৈইফ উদ্দিনের (৬০)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক পুত্রবধূ সোহেনা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। নিহতের ছেলে শফিকুন নূরের স্ত্রী তিনি।

এ ঘটনায় সোহেনা বেগমকে একমাত্র আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত বলেন, গ্রেপ্তার আসামি সোহেনা বেগমকে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সৈইফ উদ্দিনের ছেলে শফিকুন নূরের স্ত্রী সোহেনা বেগম পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ভাসুরের স্ত্রীদের সঙ্গে প্রায়ই ঝগড়া-ঝাটিতে লিপ্ত থাকতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতেও তাদের সঙ্গে ঝগড়া-ঝাটি হয় সোহেনা বেগমের।

এরই জের ধরে শনিবার ভোরে সোহেনা বেগম বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টাকালে পুত্রবধূকে বাঁচানোর উদ্দেশে বাধা দিতে এগিয়ে যান শ্বশুর সৈইফ উদ্দিন।

এ সময় পুত্রবধূ সোহেনা বেগম শ্বশুরের মাথা ও পেটে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে সৈইফ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।