সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৫ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

আজ এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যে প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করবে।

Ea Shihab
নভেম্বর ৫, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্কঃ

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলের ৩৩ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপ করতে আজ সোমবার গণভবনে যাবেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপ শেষে রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিরোধের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের সাথে সংলাপে বসার পর অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় এরশাদের জাতীয় পার্টির সাথে সংলাপ হচ্ছে আজ। গতকাল রোববার রাতে জাতীয় পার্টির পক্ষ থেকে আজকের সংলাপে অংশগ্রহণকারী নেতাদের নামের তালিকা দেয়া হয়।

তালিকা অনুযায়ী এরশাদের নেতৃত্বে সংলাপে যোগ দেবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এম এ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, মজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা এমপি, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু ও শামীম হায়দার পাটোয়ারী এমপি, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ও নুরুল ইসলাম ওমর এমপি।

এছাড়া জোটের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক এবং বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। যদিও আগেই প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত এরশাদ বলেছেন, সংলাপে তারা আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় জোর দেবেন।

খবর২৪ঘন্টা / সিহাব

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।