ঢাকামঙ্গলবার , ৭ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৩ থেকে ৪ দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে

অনলাইন ভার্সন
মে ৭, ২০১৯ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ৩ থেকে ৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে। মেঘ ও বৃষ্টির ওপর নির্ভর করে তাপমাত্রা কম বেশি হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, এপ্রিল ও মে মাসে সূর্য সরাসরি আমাদের অক্ষরেখায় থাকায় এসময় তাপমাত্রা বেড়ে যায়।

মে মাসে বঙ্গোপসাগরে আরও কয়েকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তবে, এটি বাংলাদেশের ওপর দিয়ে যাবে কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়ায় যায়নি বলে জানান।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।