ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেইনের জন্য পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবিসি জানিয়েছে, রোববার রাতে এক ফোন কলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন জেলেনস্কি।

যুক্তরাজ্য সরকারের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দুই নেতার আলাপ চলাকালে জনসন রাশিয়ার্ আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন তার প্রশংসা করেন।

এ সময় জনসন জেলেনস্কিকে আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যেন ইউক্রেইনে পৌঁছে, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সম্ভাব্য সবকিছু করবে।
দুই নেতা নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত হন।

এদিকে কিয়েভ ও হারকিভে ফের গোলাবর্ষণ শুরু হয়েছে বলে ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা উক্রিনফর্ম জানিয়েছে।

ইউক্রেইনীয় স্পেশাল সার্ভিসকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, সোমবার সকালে বিস্ফোরণের শব্দ শুরু হওয়ার আগে রাজধানী কিয়েভের পরিস্থিতি বেশ কয়েক ঘণ্টা শান্ত ছিল।

প্রায় একই সময় দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেরনিয়েভে বিমান হামলার সতর্কতা সঙ্কেত বেজে ওঠে। আর দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বারদেনস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বলে শহরটির মেয়র জানিয়েছেন।

বিএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।