1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ভারতে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩ অপরাহ্ন

২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ভারতে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ ঘণ্টা. ডেস্ক: ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (৫০ ওভার) স্বাগতিক দেশ হচ্ছে ভারত। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে এই ঘোষণা দেয়া হয়েছে।

বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি জানিয়েছেন, ‘২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ রূপে ভারতের স্লট আগেই বরাদ্দ করেছিল আইসিসি। সোমবারের সভায় আমরা এই প্রস্তাব চূড়ান্ত করেছি। শুধু বিশ্বকাপই নয়, সেই সঙ্গে তার দু’বছর আগে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে ভারত।’

অতীতেও ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হয়েছে ভারত।  ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে প্রতিবেশী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে মিলে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছে ভারত। কিন্তু এবার তারা একাই বিশ্বকাপের স্বাগতিক দেশ হচ্ছে।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি বলেন, ‘ভারত কখনও এককভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেনি। এবার তাই এক নতুন অভিজ্ঞতা হবে ভারতীয় ক্রিকেট প্রশাসকদের।’

অমিতাভ চৌধুরি আরো জানিয়েছেন, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ৮১টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমান ট্যুর প্রোগ্রামের চেয়ে সংখ্যাটা ৩০ ম্যাচ বেশি।

এদিকে, টেস্ট পরিবারের নতুন সদস্য আফগানিস্তান সাদা পোশাকে তাদের ঐতিহাসিক প্রথম ম্যাচটি খেলবে ভারতের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী রাহুল জহুরি সোমবার এ কথা জানিয়েছেন। তবে আফগানদের টেস্ট অভিষেকের দিনক্ষণ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

অবশ্য প্রাথমিক ভাবে আগামী বছরেই ওই ম্যাচ আয়োজনের ব্যাপারে দুই বোর্ড একমত হয়েছে। গত জুনে একসঙ্গে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ২০১৮ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। আর আফগানিস্তান পাঁচদিনের ক্রিকেট আঙিনায় প্রথমবার পা রাখবে বিরাট কোহলিদের বিপক্ষে।

সূত্র: বর্তমান

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST