ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১২, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত  হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর জেলার আবু বক্কর সিদ্দিক (২৫) ও বিলাল মিয়া (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই জন মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।