ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জামায়াতের আমিরসহ ৫ জন আটক

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১১, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে জেএমবি সদস্য সন্দেহে সদর উপজেলা জামায়াত আমিরসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে জিহাদি বই ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

রোববার রাতে সদর উপজেলার দীঘলবাগ বাজার থেকে তাদের আটক করে সিলেট র‌্যাব-৯ এর সদস্যরা। সোমবার দুপুরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলা জামায়াত আমির নারায়নপুর গ্রামের আব্দুল কদ্দুছ, জামায়াত কর্মী একই গ্রামের আবুল কালাম, আনন্দপুর গ্রামের আব্দুন নূর, নজরুল ইসলাম ও রায়ধর গ্রামের রুহুল আমীন।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া বিভাগের মিজান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে নারায়নপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বলেন, আটককৃত ৫ জনকে সদর থানায় সোপর্দ করেছে র‌্যাব। তাদের আদালতে প্রেরণ করা হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।