খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: সেচ্ছাসেবক লীগের সভপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।
বুধবার স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্মল সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। অন্যদিকে বাবু সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরে উত্তরে সভপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান নাইম।
দক্ষিণের সভাপতি কামরুল হাসনান রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারেক সাঈদ।
খবর ২৪ঘণ্টা/ জেএন
Design & Developed BY- khobor24ghonta.com IT Team