খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। স্বপন মিয়া নামের ওই শ্রমিকের বাড়ি রংপুরে। আজ উপজেলার কালাইরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাইরাগ এলাকায় আলী হোসেনের নিয়ন্ত্রণাধীন একটি গর্ত থেকে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ করে গর্ত ধসে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান স্বপন মিয়া। এ ঘটনায় আরেক নারী শ্রমিক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ