ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ১

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৬, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের নাম আকবর আলী গাজী (৬০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সামাতুল্লাহ গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, আকবর আলী গাজী শনিবার সকালে সাইকেলে বাড়ি থেকে বের হয়ে উজিরপুর বাজারে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে পথে তেঁতুলিয়া বাজারে পৌঁছালে কালিগঞ্জ থেকে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় রাজাপুর থেকে জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মোমিন জানান, নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।